মাদারবাড়িতে ফ্রি চিকিৎসা পেলো দুই শতাধিক মানুষ

চট্টগ্রামের সদরঘাটের মাদারবাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার প্রায় দুই শতাধিক মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।

মাদারবাড়িতে ফ্রি চিকিৎসা পেলো দুই শতাধিক মানুষ 1

শুক্রবার (২৭ জুন) সকাল ৯টায় স্থানীয় সিরাজ কুটিরে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের আয়োজন করেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ও ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল মনসুর।

ওয়ার্ড জামায়াতের আমীর হারুন অর রশিদ দিদারের সভাপতিত্বে ও সেক্রেটারি কাউসার নেওয়াজ রাজির পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক কাউন্সিলর মুহাম্মদ শফিউল আলম।

বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানার আমীর মুহাম্মদ আবদুল গফুর, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ ফজলে এলাহী মুহাম্মদ শাহীন, মনিরুল ইসলাম, ডা. আবু বকর, ইব্রাহীম বিন শওকত, আবু মুসা, শহিদুল্লা, মুহাম্মদ মহসিন।

পরে অতিথিরা হাজী নছু মালুম জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm