চট্টগ্রামে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সবুজ দল জিতলো টাইব্রেকারে

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় ফুটবল ম্যাচ।

চট্টগ্রামে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সবুজ দল জিতলো টাইব্রেকারে 1

শনিবার (৪ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটি চট্টগ্রাম আয়োজিত এই ম্যাচে সবুজ দল ট্রাইবেকারে ৪-২ গোলে লাল দলকে পরাজিত করে। নির্ধারিত সময় খেলা ০-০ গোলে শেষ হলে টাইব্রেকারে ফলাফল নির্ধারণ করা হয়।

চট্টগ্রামে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সবুজ দল জিতলো টাইব্রেকারে 2

দীর্ঘদিন পর বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচ শুরুর পূর্বে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কেন্দ্রীয় আহবায়ক হাবিবুন নবী সোহেল, ঢাকা জেলা বিএনপি সভাপতি, টুর্ণামেন্টের সদস্য সচিব ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ ও মীর হেলাল, সামশুল আলম, জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর আহবায়ক এরশাদ উল্ল্যা, সদস্য আবুল হাসেম বক্কর, এডভোকেট আবদুস সাত্তার, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান ও সদস্য সচিব আহমেদুল আলম রাসেল, কাজী বেলাল, আর ইউ চৌধুরী শাহিন, মশিউল আলম স্বপন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, সাইদ নোমান, ইসমাইল বালী, সৈয়দ আযম উদ্দিন, হারুন জামান, শওকত আযম খাজা, আমিনুল ইসলাম, এন এ মুসা বাবলু, সিহাব উদ্দিন মোমিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ক্রিকেট সহ দেশের ক্রীড়াঙ্গনে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। এর পূর্বে বেলুন উড়িয়ে মাঠে উপস্থিত অতিথিরা ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং খেলা শুরুর পূর্বে প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

স্টেডিয়ামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে উপস্থিত হাজারও দর্শককে মাতিয়ে রাখেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করে।

টুর্নামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান ও সদস্য সচিব আহমেদুল আলম রাসেল টুর্ণামেন্ট সফলভাবে শেষ করতে সহযোগিতা করায় এমএ আজিজ স্টেডিয়াম কর্তৃপক্ষ, ক্রীড়া সাংবাদিকসহ সকল প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন সংবাদমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী, সিজেকেএস কর্মকতা-কর্মচারী, মাঠকর্মী, চট্টগ্রামের ক্রীড়াপ্রেমী সর্বস্তরের মানুষ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm