s alam cement
আক্রান্ত
৫২৭৩৬
সুস্থ
৩৯১১২
মৃত্যু
৬০২

চট্টগ্রামে গভীর রাতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দগ্ধ এক পরিবারের পাঁচ সদস্য

0

বসত ঘরের গ্যাস সিলিন্ডারে বিষ্ফোরণের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানার কলসী দিঘীর পাড় এলাকায় এক পরিবারের পাঁচজন সদস্য দগ্ধ হয়েছেন।

বুধবার (২৬ মে) দিনগত রাত আড়াইটার দিকে হাজী ইমাম সাহেব কলোনির হাজী ইমাম সাহেবের বিল্ডিং এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. রায়েল (৩০) তার স্ত্রী নাজু (২৮) দুই ছেলে শিপন, জিহাদ এবং মেয়ে লামিয়া।

স্থানীয়রা জানায়, ‘গতকাল (বুধবার) রাতে সিলিন্ডার থেকে আগুন বের হয়ে বিস্ফোরণে ঘটনায় এক পরিবারের ৫ সদস্য আহত হয়েছে। ওই সময় দুই স্বামী ও স্ত্রীর অবস্থা ছিল গুরুতর। আহত নাজু সিইপিজের পোশাক শ্রমিক বলে জানা গেছে।’

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া। তিনি বলেন, ‘গতকাল (বুধবার) গভীর রাতে বসত ঘরের গ্যাস সিলিন্ডারে বিষ্ফোরণের ঘটনায় এক পরিবারের ৫ সদস্য আহত হয়ে হাসপাতালে আনা হলে তাদেরকে ভর্তি করানো হয়। তাদের অবস্থা গুরুতর। হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে সবার চিকিৎসা চলছে।’

মুআ/এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm