s alam cement
আক্রান্ত
৫২৭৩৬
সুস্থ
৩৯১১২
মৃত্যু
৬০২

ডিম ছাড়ছে মা, মাঝরাতে হালদার বুকে চলছে উৎসব

0

এশিয়ার একমাত্র কার্পজাতীয় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অবশেষে ডিম ছেড়েছে মা মাছ। রাতের আঁধার ছাপিয়ে হালদা পাড়ে শুরু হয়েছে ডিম আহরণ উৎসব। মধ্যরাতে শত শত নৌকা ডিম আহরণে ছুটছে হালদার বুকে। সবারই একই লক্ষ্য— মুক্তোদানার মত ‘সাদা সোনা’ মুঠোয় মুঠোয় বালতিতে জমানো।

বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাতে হালদা নদীর পাড়ে ডিম আহরণকারীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। প্রায় তিন শতাধিক নৌকা ও এক হাজারের বেশি ডিম আহরণকারী চষে বেড়াচ্ছে হালদার বুক। জাল থেকে মুঠোয় মুঠোয় মুক্তোর মত স্বপ্ন সংগ্রহের মত ডিম আহরণ করছেন জেলেরা। রাতের আধারে হালদার বুকে নৌকায় জ্বলা আলোয় হালদা নদীর এখন অন্যরকম দৃশ্য।

বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত ১টার সময় হালদা নদীর নোয়াহাট ও আজিমের ঘাটা এলাকায় ডিম আহরণের খবর জানিয়েছেন আহরণকারীরা। তারা জানান, ইতিমধ্যে প্রত্যেকেই ৩-৪ কেজি করে ডিম সংগ্রহ করেছেন। প্রচুর ডিম ধরা পড়ছে। শুরুর দিকে ডিম আহরণের মাত্রা দেখে তারা অনুমান করছেন, রাত গভীর ও সকালের দিকে ডিমের পরিমাণ আরও বাড়তে পারে। গত বছরের মত এবারও হালদা দূষণ বন্ধ ও মানুষের আনাগোনা কম থাকায় রেকর্ড পরিমাণ ডিম আহরণের আশা করেছেন ডিম সংগ্রহকারীরা।

নয়াহাট এলাকার ডিম সংগ্রহকারী কামাল সওদাগর বলেন, তিনি রাত ১টা থেকে ডিম পাওয়া শুরু করেছেন। এ পর্যন্ত তিনি ৪-৫ কেজি ডিম আহরণ করছেন। রাত বাড়ার সাথে ও সকালে এর পরিমাণ বাড়তে পারে বলেও জানান তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিসার্চ সেন্টারের সমন্বয়ক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘গতকাল জো থাকলেও মা- মাছ ডিম ছাড়েনি। আজ রাত ১টার দিকে আজিমের ঘাটা থেকে একজন ডিম পাওয়ার কথা জানাল। যদি মা-মাছ ডিম ছেড়ে থাকে, তাহলে তা গভীর রাত ও সকালের দিকে আরও বাড়তে পারে।’

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, নোয়াহাটসহ বিভিন্ন স্থান থেকে কয়েকজন আমাকে জানাল তারা ৩-৪ কেজি করে ডিম সংগ্রহ করেছেন। গত বছরের মত এবারও হালদা দূষণ কম ও উপজেলা প্রশাসনের সারা বছরব্যাপী তৎপরতার জন্য রেকর্ড পরিমাণ ডিম আহরণের আশা রাখি। বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

Din Mohammed Convention Hall

সিএম/সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm