চট্টগ্রামে ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় এক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় নম্বর মোহরা ওয়ার্ডের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম আমিনুল ইসলাম রোহান। তিনি নগরীর চান্দগাঁও এলাকার আব্দুস সবুরের ছেলে। তাকে দোকান কর্মচারী সায়মান ওরফে মাহিন (১৬) হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) বিকালে নগরীর চান্দগাঁওয়ের মোহরা এলাকার শাহ আলম কন্ট্রক্টরের বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে আমিনুলের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রোহানের বিরুদ্ধে কোতোয়ালী থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলা রয়েছে বলে জানান ওসি আফতাব।
আরএ/ডিজে