সারাদিন ডুডুং ডুডুং গুলির আবাজ, আর সয় নপারি বাংলাদেশত আসসি—আঞ্চলিক ভাষায় কথাগুলো বলছিলেন মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা এক নাগরিক।
মায়ানমারের ঢেকিবনিয়ার মেধা থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৪৫ জন মিয়ানমার নাগরিক অনুপ্রবেশ করেছে। তাদের সকলেই তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের।
সোমবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবানের ঘুমধুম বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশ করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের কুতুপালং হিন্দু ক্যাম্পের সামনে অবস্থান করছে। যেখানে পুলিশ এবং প্রশাসন তাদের পরিচয় শনাক্তের কাজ করছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সোমবার অনুপ্রবেশ করেছে ৪৫ জন যারা তঞ্চঙ্গা সম্প্রদায়ের এবং আরও কয়েকদিন আগে ১২ জন অনুপ্রবেশ করেছে যারা বড়ুয়া সম্প্রদায়ের। এর আগে আরো ৮০০ এর ওপরে রোহিঙ্গা পালিয়ে ক্যাম্পে আশ্রয় নিয়েছিল।
অনুপ্রবেশ করা ব্যক্তিরা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে সেখানে। প্রাণ বাঁচাতে এপারে পালিয়ে এসেছে তারা। তারা সেখানে কৃষি এবং জুম চাষ করে জীবনধারণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম। তিনি জানান, সকালে প্রায় ৪৫ মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ করেছে খবর পাওয়া গেছে। পরবর্তীতে জানানো হবে তাদের জন্য সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে।
ডিজে