চট্টগ্রামে ফিল্মি স্টাইলে যুবক খুন, কালো নোহায় এসে গুলি করে খুনিরা

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ফিল্মি স্টাইলে আফতাব উদ্দিন তাহসিন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। কালো একটি নোহা গাড়ি নিয়ে এসে যুবকের ওপর গুলি চালায় খুনিরা।

সোমবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে চান্দগাঁও থানার সমশের পাড়া মেডিকেলের পাশে এ ঘটনা ঘটে।

আফতাব উদ্দিন তাহসিন নগরীর বায়েজিদ থানার হাজিরপুল এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সমশের পাড়া মেডিকেল এলাকায় তাহসিন তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল। এসময় কালো একটি নোহা গাড়ি নিয়ে আসে বুড়ির নাতি হিসেবে পরিচিত সাজ্জাদ, হাসান ও মোহাম্মদ। তারা গাড়ি থেকে নেমেই তাহসিনকে দুটি গুলি করে। এসময় তাহসিন বলে দুটি গুলি তো করেছেন আর মারিয়েন না। প্রাণভিক্ষা চাওয়ার পরও তাকে ছাড় দেয়নি অপরাধীরা।

আরও জানা গেছে, এসময় সাজ্জাদ বলে তোকে মেরে ফেলবো। সময় না নিয়ে তাকে আরও কয়েকটি গুলি করে নোহা গাড়ি নিয়ে পালিয়ে যায় অপরাধীরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাহসিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ বিষয়ে জানতে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

আরএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm