চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ওভারব্রিজের নিচে বিস্কুটের কার্টনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কালুশাহ ওভারব্রিজে নিচে কার্টনে ভেতরে একটি কাপড় মোড়ানো অবস্থায় এই লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সলিমপুর ইউনিয়নের কালুশাহনগর এলাকার ওভার ব্রিজের নিচে একটি কার্টন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হলে কার্টনটি খুলে দেখেন তারা। এ সময় কার্টনের ভেতরে একটি কাপড় মোড়ানো মৃত নবজাতকের মরদেহ দেখতে পায়।
বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তবে কে বা কারা নবজাতকের লাশটি ফেলে গেছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নবজাতকটি একদিন বয়সী হতে পারে।
স্থানীয়দের ধারণা, গভীর রাতে কেউ এখানে নবজাতকের লাশটি ফেলে রেখে যায়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, স্থানীয়রা নবজাতকের মৃতদেহ বিস্কুটের কার্টনে দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নবজাতকের সঠিক তথ্য না পেলে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে জানান তিনি।
ডিজে