আকবরশাহে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর আকবরশাহে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে নগরীর আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম ওমর মিয়া (৫৪)। তিনি আকবরশাহ এলাকার ময়দার মিলের পাশে ওমর মিয়া বাড়ির মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ইটের বাউন্ডারি দিয়ে রাতের আঁধারে পাহাড় কাটা হচ্ছিল—এমন খবরেই পেয়ে ভোরে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে ওমর মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে ইমারত নির্মাণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm