দিনেদুপুরে আগ্রাবাদে দুই পুলিশ সদস্যকে ছুরি মারলো ছিনতাইকারীরা, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে। নগরীর স্টেশন রোড, পলোগ্রাউন্ড, আমবাগান, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এবার দিনেদুপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য।

আগ্রাবাদে ছিনতাইকারীদের একটি ডেরায় অভিযান চালানোর সময় তারা হামলার শিকার হন। ওই সময় ছিনতাইকারীরা টাকা ভাগাভাগি করছিল। তবে এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বারিকবিল্ডিং মোড়ে ইটের দেয়াল দিয়ে ঘেরা জায়গায় একটি টিনশেড ঘরে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল চিকিৎসাধীন আছেন।

গ্রেপ্তার দুই ছিনতাইকারী হলেন—তারেক এবং জুয়েল। এছাড়া মনির, মেহেদী, রাজুসহ আরও বেশ কয়েকজন ছিনতাইকারী এ সময় পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

স্থানীয় নিরাপত্তা প্রহরী জানান, ছিনতাইকারীরা ছুরি, কিরিচ, ধামা নিয়ে ভয় দেখিয়ে চলাফেরা করত। বাধা দিলে খুনের হুমকি দিতো। আমরা থানায়ও জানিয়েছিলাম। আমি এক মাস ধরে এখানে কাজ করছি, তাদের প্রতিদিনই দেখি। তারা এখানে গাঁজা-মদ খেতো।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, ‘বারেক বিল্ডিং মোড়ে ছিনতাই চক্রের সদস্যদের অবস্থা জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়। তাদের ধরতে গেলে পুলিশের উপর ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm