চট্টগ্রাম নগরের বড় অংশে পানি নেই, ফেটে গেছে ওয়াসার পাইপ

মাটি খুঁড়তে গিয়ে ওয়াসার পাইপলাইন ফেটে যাওয়ায় চট্টগ্রাম নগরীর বড় এলাকাজুড়ে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। কালভার্ট নির্মাণকাজ চলাকালীন পাইপটির ৮ থেকে ১০ ইঞ্চি ক্ষতিগ্রস্ত হয়। ফলে দু’দিন ধরে বিভিন্ন বাসা-বাড়িতে রান্না, গোসলসহ দৈনন্দিন কাজে ভোগান্তি পোহাচ্ছে মানুষ। তবে ক্ষতিগ্রস্ত পাইপ সারাতে কাজ করছে ওয়াসা, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পানি সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে তারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কের অনন্যা আবাসিক সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় কালভার্ট নির্মাণকাজ চলছে। ওইখানে খননযন্ত্র দিয়ে মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ পাইপলাইন ফেটে যায়। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আওতায় প্রকল্পটির কাজ চলছে। ৪৮ ইঞ্চি ব্যাসের ওই পাইপলাইন দিয়ে রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী পানি শোধনাগার-১ থেকে নগরীর বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করা হয়।

পানির সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো—নগরীর উত্তর ও দক্ষিণ হালিশহর এলাকার আনন্দবাজার; পাহাড়তলী, আকবরশাহ, আগ্রাবাদ এলাকার দেওয়ানহাট, ধনিয়ালাপাড়া; সদরঘাট থানা এলাকার মাদারবাড়ি; চান্দগাঁও থানা এলাকার বহদ্দারহাট; খুলশী থানার এলাকার লালখানবাজার, ওয়াসার মোড়; পাঁচলাইশ থানা এলাকার জিইসি মোড়, ২ নম্বর গেট, নাসিরাবাদ, মুরাদপুর; বায়েজিদ বোস্তামি থানা এলাকার অক্সিজেন, রৌফাবাদ, রুবি গেট, হিলভিউ আবাসিক, মোমেনবাগ, কুয়াইশ; কোতোয়ালী থানা এলাকার নন্দনকানন, জামালখান, আন্দরকিল্লা; চকবাজার থানা এলাকার সিরাজউদ্দৌলা রোডের আংশিক এলাকা।

ওয়াসা সূত্রে জানা গেছে, পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে মেরামতে কাজ শুরু করেছে ওয়াসা। তবে ২৪ ঘণ্টার মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে। পাইপ লাইনের প্রায় ৮ থেকে ১০ ইঞ্চি ফেটে গেছে। পাইপে থাকা সব পানি বের করে মেরামতের চেষ্টা চলছে।

এদিকে ওয়াসার পানি না পেয়ে দৈনন্দিন কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। নগরীর দেওয়ানহাট এলাকার বাসিন্দা আমেনা বেগম কলেন, ‘আমি সারা রাত পানির জন্য বসে থাকি। তিনদিন ধরে পানি নেই। বাড়ির কেউ গোসল করতে পারেনি। জমানো যেটুকু পানি ছিল, সব শেষ। এখন কি করব, চিন্তায় মাথা ঘুরছে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, ‘জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় দুর্ঘটনাবশত পাইপ ভেঙেছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই পাইপলাইন থেকে সব পানি রিলিজ করে তারপর মেরামতের কাজ শুরু করেছে। কর্ণফুলী পানি শোধনাগার-১ থেকে ৪৮ ইঞ্চি ব্যাসের ওই পাইপ দিয়ে যেসব এলাকায় পানি সরবরাহ করা হতো, তা এখন বন্ধ রাখা হয়েছে। পাইপ মেরামতে ওয়াসা কাজ করছে। আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। যত দ্রুত সম্ভব মেরামত করা হবে।’

তিনি আরও বলেন, ‘এটি আমরা গণবিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছি, কোন কোন এলাকায় পানি সরবারহ বিঘ্নিত হচ্ছে। সম্ভাব্য দ্রুততম সময়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।’

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm