হাজী আলিম উদ্দিন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চট্টগ্রামের কর্ণফুলীর হাজী আলিম উদ্দিন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাজী আলিম উদ্দিন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 1

এছাড়া অনুষ্ঠানে ট্যালেন্টপুলে ও সাধারণ বৃত্তি পাওয়া সাত শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা জেসমিন আকতার।

শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, কোরান তেলওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল, জাতীয় সঙ্গীত ও উদ্ধোধনী নৃত্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপরই বিদায়ী ও নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন নেয় স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা।

এরপরই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনামিকা পাল বিদায়ী পরীক্ষার্থী ও নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশানমূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, এ বিদায় চির বিদায় নয়, এ বিদায় নতুন জায়গা ও উচ্চতর শিক্ষা গ্রহণের।

পরে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ, উপহার প্রদান ও দুপুরের খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠানের পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সহকারী শিক্ষক প্রণব দাস, সাইফুল ইসলাম, মাসুমা ফারুকী, রাশু আকতার পপি, শারমিন আকতার, রাশেদা আকতার, সালমা আকতার, নুসরাত জাহান,শিমুল আকতার, তামান্না ইয়াছমিন, তারিন আকতার, নুসরাত জাহান বীথি, নুসরাত জাহান কণিকা, নিপা তালুকদার, আনিকা সুলতানা বৃষ্টিসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm