s alam cement
আক্রান্ত
৬৯৩৫৭
সুস্থ
৫১৬২০
মৃত্যু
৮১৯

চট্টগ্রামে মহিষের গুঁতায় কিশোরের মৃত্যু

0

হাটে গরু দেখতে গিয়ে এক মহিষের গুঁতায় এক কিশোরের মৃত্যু হয়েছে চট্টগ্রামের বোয়ালখালীতে।

শুক্রবার (১৬ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের শ্রীপুর নুরুল্লা মুন্সির হাটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত কিশোরের নাম মো. কামরুল ইসলাম ইরহাম (১৭)। সে শ্রীপুর এলাকার মোরশেদ এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর নুরুল্লা মুন্সির হাটে গরু দেখতে যায় কামরুল। এ সময় এক ব্যবসায়ীর মহিষ আক্রমণ করলে গুরুতর আহত হয় সে।

গুরুতর আহত অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কামরুল মারা যায়।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm