s alam cement
আক্রান্ত
৬৯৩৫৭
সুস্থ
৫১৬২০
মৃত্যু
৮১৯

হালদা থেকে ধরা ১৫ কেজির কাতাল নিয়ে হবে গবেষণা

0

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ধরা পড়ল ১৫ কেজি ওজনের একটি মা কাতাল মাছ। এটির দৈর্ঘ্য ৪০ ইঞ্চি ও উচ্চতা ১৩ ইঞ্চি। মাছটির বয়স ছয় বছরেরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মোজাফফরপুর এলাকা থেকে মাছটি উদ্ধার করে হাটহাজারী উপজেলা প্রশাসন। শুক্রবার (১৬ জুলাই) মাছটি পাঠানো হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে।

হালদা থেকে ধরা ১৫ কেজির কাতাল নিয়ে হবে গবেষণা 1

জানা গেছে, অসৎ কিছু লোক বড়শি দিয়ে মা মাছটি শিকার করে। পরে তারা সেটি বিক্রি করার চেষ্টা করার সময় হাটহাজারী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালান। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলমের নেতৃত্বে অভিযান চলাকালে মাছটি ফেলেই পালিয়ে যায় অসৎ লোকগুলো।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাছটি উপজেলা প্রশাসন নিজেদের আয়ত্বে আনে। পরে সেটি হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, গবেষণার জন্য ১৫ কেজি ওজনের মা কাতাল মাছটি সংরক্ষণ করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm