চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ উত্তরের সভাপতি ‘সরকারি কর্মচারী’ ভুট্টো, সম্পাদক রিয়াজ

২০ বছর পর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রামের সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী মিরসরাইয়ের এরাদুল হক নিজামী ভুট্টোকে সভাপতি এবং রাঙ্গুনিয়ার মো. নাছির উদ্দিন রিয়াজকে সাধারণ সম্পাদক করা হয়।

উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে বক্তব্য রাখেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে নগরীর কাজীর দেউরি একটি কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

s alam president – mobile

বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু চট্টগ্রাম উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই সদস্যের কমিটির নাম ঘোষণা করেন।

একাধিক যোগ্য প্রার্থী থাকার পরও একজন সরকারি কর্মচারীকে কেন নেতা বানাতে হলো এমন প্রশ্নে কানাঘুষা চলছিল সম্মেলন কেন্দ্রেই। ভুট্টোকে সভাপতি করায় কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। যদিও সেই সময় কেউ প্রতিবাদ করেননি।

সম্মেলনের সময় গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, ‘দীর্ঘদিন পর আমাদের উত্তর জেলা যুবলীগের সম্মেলন হয়েছে। আমাদের নেতাকর্মীরা সম্মেলনকে সফল করেছেন। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী যারা হয়েছেন, তাদের যোগ্যতা অনুসারে কমিটিতে মূল্যায়ন করা হবে। দ্রুত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে।’

Yakub Group

এর আগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত ৩১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছিল। এতে ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছিল মো. এরাদুল হক নিজামী ভুট্টোকে।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!