চট্টগ্রামে ট্রাকে লুকিয়ে ইয়াবা চালানের মামলায় যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ট্রাকচালক ও হেলপারকে। একই রায়ে আদালত তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলম এই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন চালক মো. মাসুম মিয়া ও তার সহযোগী মো. আলম হোসেন। এই সময় অভিযুক্ত দু’জনই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৪ মে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে আসা ট্রাক গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া বাইপাস রাস্তার মাথায় আটক করে পুলিশ। ট্রাকে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা লবণের বস্তার মধ্যে ২৪০টি প্যাকেটে ৪৮ হাজার ইয়াবা পাওয়া যায়।
পুলিশ ট্রাকচালক মাসুম ও তার সহযোগী আলমকে আটক করে। এই ঘটনায় পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।
চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, মামলা তদন্ত শেষে দু’জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষে পাঁচজনের সাক্ষ্য নিয়ে আদালত এই রায় দিয়েছেন।
বিএস/ডিজে