চট্টগ্রামে ২ যুবলীগকর্মীর ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের কমলদহ এলাকায় দুই যুবলীগকর্মীর ওপর হামলা চালিয়েছে একদল মুখোশধারী দৃর্বৃত্ত। এই সময় তারা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এই ঘটনার পর সড়কের ঢাকামুখি অংশে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল।

ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল ৪টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ এলাকায় এই ঘটনা ঘটে।

s alam president – mobile

আহতরা হলেন ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগকর্মী মামুন (২০) ও সজিব (১৯)।

উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু বলেন, ‘বৃহস্পতিবার বিকালে মামুন ও সজিব নিজামপুর বাজারে যাচ্ছিল। এই সময় কমলদহ এলাকায় গেলে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। তখন তারা এটি ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দুটি মাইক্রোবাসও তখন ওই জায়গায় দাঁড়ায়। এরপর ওই মাইক্রোবাস থেকে কয়েকজন লোক নেমে তাদের ওপর হামলা করে এবং মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। হামলার পর মহাসড়কে দাঁড়িয়ে ‘জিয়ার সৈনিক এক হও লড়াই কর’ শ্লোগান দেয়।’
তিনি আরও বলেন, ‘যুবলীগকর্মীদের ওপর হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় বিকালে কমলদহ বাজারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের আগুন নেভায়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!