শঙ্খ নদীতে নৌকা ডুবি, নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকা থেকে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে নৌকা ডুবিতে নিখোঁজ মোহাম্মদ সবুজ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের লামার বাজার এলাকার শঙ্খ নদী থেকে লাশটি উদ্ধার করে ।

এর আগে গত শুক্রবার দুপুরে একই উপজেলার খুরুস্কুল গ্রামের গুদারপাড়া শঙ্খ নদী এলাকায় নৌকা নিয়ে ভ্রমণ করতে গিয়ে পাঁচ যুবকসহ নৌকা ডুবির ঘটনা ঘটে।

s alam president – mobile

এ সময় স্থানীয়দের সহযোগিতায় চারজনকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলো সবুজ। নিহত সবুজ নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মো. সোলাইমানের ছেলে।

দুই কন্যা সন্তানের জনক সবুজ নগরীর আগ্রাবাদ এলাকায় একটি বেসরকারী কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহম্মেদ বলেন, ‘স্থানীয়রা দুপুরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Yakub Group

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!