s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

চট্টগ্রামে ৫০ দোকানের মালামাল ছাই হয়ে গেলো তিন ঘণ্টার আগুনে

0

তিন ঘণ্টার চেষ্টায় চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার আর্টিলারি মার্কেটে আগুন নিভিয়েছে আগ্রাবাদ ফায়ার সার্ভিস টিম। তবে ৫০টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নির্বাপন হয়েছে বেলা ১১টায়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক শামীম আহসান চৌধুরী মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সকাল ৮টায় আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৩টি গাড়ি ঘটনাস্থলে যায়৷ বেলা ১১টায় আগুন নেভাতে সক্ষম হয় তারা। তবে বেলা ১টা পর্যন্ত এ আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি কত তা নির্ধারণ করা যায়নি। তাই আমরা এটি তদন্ত সাপেক্ষ বলে নথিভুক্ত করেছি। আগুনে মার্কেটের অর্ধশতাধিক দোকানের মালামাল পুড়ে গেছে।’

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm