ফটিকছড়ির ভুজপুরের হারুয়ালছড়ি ইউনিয়নের নৌকা প্রার্থীর অফিসে আগুন লাগিয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে।
রোববার (৭ নভেম্বর) মধ্যরাত ৩টার দিকে হারুয়ালছড়ি ৭নং ওয়ার্ডের সুজানগর বাগানে নৌকার অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জুলফিকার আলী ভুট্টো এ ঘটনার জন্য জামায়াত নেতা ইকবাল হোসেন চৌধুরীকে দায়ী করেছেন। ইকবালও একই ইউনিয়ন থেকে আনারস প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা যায়, রোববার মধ্যরাতের আগুনে নির্বাচনী কার্যালয়টি পুড়ে যায়। কার্যালয়ের প্যান্ডেল ছিড়ে চেয়ার-টেবিল ভাংচুর করা হয়।
এ ব্যাপারে ফটিকছড়ি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগি প্রার্থী জুলফিকার আলী ভুট্টো। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, জামায়াত নেতা ইকবাল আমার অফিসে আগুন দিয়েছে।
স্থানীয় সংসদ সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারীর ছত্রছায়ায় সাবেক এই জামায়াত নেতা এত বড় দুঃসাহস দেখিয়েছেন বলেন অভিযোগ করেন ভুট্টো।
অভিযুক্ত ইকবাল ফটিকছড়ি ভুজপুর ট্র্যাজেডি মামলার এক নম্বর আসামি। এছাড়াও তার বিরুদ্ধে সহিংসতা, জ্বালাও পোড়াও সহ অন্তত পনেরোটি মামলা আছে বলে অভিযোগ করেন ভুট্টো।
এদিকে ঘটনার পর কার্যালয়টি পরির্দশন করেছেন ভুজপুর থানার ওসি আজহাব উদ্দিন। তিনি, ঘটনা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
আগামী ১১ নভেম্বর হারুয়ালছড়িসহ ফটিকছড়ির ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএস/কেএস