উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো চট্টগ্রাম এলিট ক্লাব লিমিটেড (সিইসিএল) এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে ফ্যামেলি নাইট।
শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ভিআইপি টাওয়ারে ক্লাবের অন্তর্বর্তী কার্যালয় সংলগ্ন স্যাম’স রেস্টুরেন্টে ক্লাব পরিবারের এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিইসিএল প্রেসিডেন্ট আমানুল্লাহ আল সগির ছুট্টু সমাগত ক্লাব সদস্য ও তাদের পরিবারকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি ক্লাবের অগ্রযাত্রার সকলের সহযোগিতা কামনা করেন।
ফ্যামেলি নাইটের এ আয়োজনে সিইসিএলের কার্যনির্বাহী পরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ব্যবসায়ী খন্দকার ইবনে বোরহান, প্রফেসর মাছুম আহমেদ, জয়েন্ট সেক্রেটারি প্রফেসর এ জি এম নিয়াজ উদ্দিন, কমিটির নির্বাহী সদস্য ব্যবসায়ী এইচ এম ইলিয়াস ও আহাম্মেদ নূর ফয়সাল।
অনুষ্ঠান সঞ্চালনা করনে ক্লাব সদস্য আবৃত্তিকার ফারুক তাহের।
সঙ্গীতের মুর্ছনা ও ক্লাব পরিবারের স্বতঃস্ফূর্ত আড্ডায় মুখরিত হয়ে ওঠে মিলনমেলা। অনুষ্ঠান উপলক্ষে ‘এলিট’ শীর্ষক একটি সুদৃশ্য স্যুভেনির প্রকাশিত হয়।
৬০ লাখ মানুষের নগরী চট্টগ্রামে মননশীল সামাজিক ক্লাবের ঘাটতি পূরণের প্রচেষ্টাসহ বন্ধুত্ব সুদৃঢ়করণ, সমাজের প্রতি দায়িত্বশীলতা বিনির্মাণ, পরিবারের অপরিহার্য বিনোদন সৃষ্টি ও নিজেদের মান-মর্যাদা সুরক্ষার প্ল্যাটফরম প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমমনা পেশাজীবীদের সমন্বয়ে গঠিত হয় ‘চট্টগ্রাম এলিট ক্লাব লিমিটেড (সিইসিএল)। ২০১৯ সালের ৩০ আগস্ট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্লাবের লোগো উন্মোচন উৎসব অনুষ্ঠিত হয়।
২০২০ সালের ১ জানুয়ারি নববর্ষের প্রথম দিনে চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ এর মেজবান হলে বর্ণিল আয়োজনে সূচিত হয় চট্টগ্রাম এলিট ক্লাব লিমিটেডের আনুষ্ঠানিক পথচলা।