s alam cement
আক্রান্ত
৮৩৮৭১
সুস্থ
৫৫৮২৪
মৃত্যু
৯৮৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক কাউছার

0

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জ্যারটেক এলাকায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাউছার আলম গুরুতর আহত হয়েছেন। তার হাতে লেগেচে মারাত্মক আঘাত।

মঙ্গলবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত কাউছার আলম দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের পটিয়া প্রতিনিধি। তিনি পটিয়া উপজেলার আশিয়া এলাকার মুক্তিযোদ্ধা কবির আহম্মেদের ছেলে।

কাউছার আলমের বড় ভাই বশির আহমেদ বলেন, পটিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন কাউছার আলম। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জ্যারটেকের কিছু আগে উল্টো দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়।

এ ঘটনায় গুরুতর আহত হন কাউছার। তার হাতে লেগেছে মারাত্মক আঘাত। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, কাউছারের হাতের আঘাত বেশ গুরুতর ও দ্রুত সময়ের মধ্যে হাতের অপারেশন করতে হবে।

Din Mohammed Convention Hall

এদিকে করোনা পরিস্থিতির কথা ভেবে হাসপাতালে না রেখে কাউসারকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকদিন পর চিকিৎসকের সঙ্গে কথা বলে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে কাওসারে পরিবার জানিয়েছে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm