চট্টগ্রামের নগরীর পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ও ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম নগর শাখার সাবেক সভাপতি মো. ইসমাইলকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সাতকানিয়া থানা পুলিশ।
মো. ইসমাইল ওই এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। তিমি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চট্টগ্রাম নগর জামায়াতের সাবেক আমীর মাওলানা শামসুল ইসলামপন্থি নেতা হিসেবে পরিচিত।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘চট্টগ্রাম নগর শিবিরের সাবেক সভাপতি ও পাঁচলাইশ থানা জামায়াতের আমীর মো. ইসমাইল। তার বিরুদ্ধে নাশকতাসহ ছয়টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। শনিবার তাকে আদালতে হাজির করা হয়েছে।’