চট্টগ্রামের পটিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজনকে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৬ মে) পৌনে ৯টার দিকে উপজেলার গোরান খাইন এলাকায় আবদুস সবুর সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলম (৩৫) ও আহত মো. নাসের (৫০) পটিয়া গোরান খাইন এলাকার মৃত আবদুস সবুরের ছেলে।
জানা গেছে, নিহত এরশাদের পারিবারিক সম্পত্তিতে ভবন নির্মাণ করতে গেলে প্রতিবেশি আবদুর রহিম, আবদুর নুর, আবদুল আজিজরা এতে বাধা দেয়। তারা নিহতের বোনের অংশ কিনে নিয়েছে বলে দাবি করে জোর করে গাছ থেকে আম পেরে নিয়ে যায়। এ নিয়ে নিহত এরশাদ ও আবদুর রহিমদের সাথে ঝগড়া লেগে যায়। ঝগড়া শেষে যে যায় মত চলে যাওয়ার পর মোটরসাইকেলে করে আবদুর রহিম ও তার দুই ভাই ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে দুই ভাইকে গুরুতর আহত করেন। আহতদের উদ্ধার করে চমকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. এরশাদকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. দিদারুল আলম বলেন, আমার ভাগ্নেসহ মিলে আমাদের পরিবারের উপর হামলা করে আমার একভাইকে হত্যা ও আরেকজনকে গুরুতর আহত করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমরা লাশের সাথে থাকায় এখনো মামলা করতে পারিনি। পরে আমরা মামলা করব।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত শীলাব্রত জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
সিএম/এসএ