s alam cement
আক্রান্ত
৫১৪৯৯
সুস্থ
৩৭৪৯৪
মৃত্যু
৫৭৩

চাঁদের গাড়ি উল্টে সহকারী চালকের মৃত্যু, আহত ৩

0

চাঁদের গাড়ি উল্টে রাঙামাটির বাঘাইছড়িতে একজনের মৃত্যু হয়েছে, এ সময় আহত হয়েছেন গাড়ির চালকসহ তিনজন। নিহত মোফাজ্জল ওই গাড়ির সহকারী।

সোমবার (১৭ মে) সকাল ৭টায় বাঘাইছড়ির দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার সকালে তামাকবাহী একটি চাঁদের গাড়ি উল্টে গেলে গাড়ির হেলপার মোফাজ্জল ঘটনাস্থলে নিহত হন। এসম চালক এরশাদসহ গুরতর আহত ৩ জনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মোফাজ্জল উপজেলার উগলছড়ি এলাকার মোজাম্মেলের ছেলে। নিহতের বিষয়টি তার চাচা মুনছুর নিশ্চিত করেছেন।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm