চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ১৬০ কার্টন বিদেশি সিগারেট, অননুমোদিত বিউটি ক্রিম ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ জুন) বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী ও এনএসআইয়ের সহকারী পরিচালক রেজাউল করিম এ অভিযান পরিচালনা করেন।
ব্যাগেজ নীতিমালার অতিরিক্ত হওয়ায় এসব পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল।
মো. ইব্রাহীম খলিল আরও জানান, বুধবার সকাল ৯টা ২০ মিনিটে মাস্কাট থেকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় মো. আবু নাসের নামে এক যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়। এরপর দুপুর সাড়ে ১২টায় আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটটি শাহ আমানতে অবতরণ করে।
এ সময় কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় মিন্টু দেবনাথ নামে এক যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়। পরে তাদের দুজনকে তল্লাশি করে ১৬০ কার্টুন বিদেশি সিগারেট, ১০টি মোবাইল ফোন ও ১৪০টি অননুমোদিত বিউটি ক্রিম (গৌরী) জব্দ করা হয়। এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১১ লাখ ২ হাজার টাকা।
তিনি আরও জানান, উদ্ধার করা পণ্যগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইএমই/ডিজে