চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের একাংশের সংগঠন ইন্টার্ন চিকিৎসক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি মনোনীত হয়েছেন ডা. কেএম তানভীর ও সাধারণ সম্পাদক হয়েছেন ডা. খোরশেদুল ইসলাম।
সোমবার (১৫ নভেম্বর) সকালে চমেক হাসপাতালের হলরুমে ইন্টার্ন চিকিৎসকদের একাংশ ৩২ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করেছে।
এছাড়া কমিটিতে ডা. মিসবাহ উদ্দিনকে সহ সভাপতি, ডা. ইমন সিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডা. ওবায়দুল হক ওবায়েদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটির সভাপতি কেএম তানভীর বলেন, আমরা যারা কমিটির দায়িত্ব পেয়েছি আগামী এক বছর ইন্টার্ন চিকিৎসকদের অধিকার আদায় এবং রোগীদের কল্যাণে কাজ করে যাবো।’
সাধারণ সম্পাদক ডা. খোরশেদুল ইসলাম বলেন, আমরা এক বছরের জন্য দ্বায়িত্ব নিয়েছি। রোগীদের সুযোগ সুবিধা চিন্তা করে তাদের যেন কোনো সমস্যায় পড়তে না হয় সে লক্ষ্যেই আমরা কাজ করবো। পাশাপাশি আমাদের ইন্টার্ন চিকিৎসকদের যেকোন সুযোগ সুবিধা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবো।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের নতুন কমিটির বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকরা আগামী এক বছরের জন্য একটি কমিটি করেছেন। এটা আগেও ছিল, এখনও হচ্ছে। তারা নতুন কমিটির কাগজপত্র জমা দিয়েছেন।’