s alam cement
আক্রান্ত
১০২৩১৪
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৮

পুলিশের হাবিলদার খুন করে যাবজ্জীবন কারাদণ্ড ছিনতাইকারীর

0

ছিনতাইকারীর হাতে নিহত পুলিশের হাবিলদার মো. ইদ্রিস মিয়া হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. জাকের হোসেন প্রকাশ জাকির হোসেন (৩০)।
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়েরকৃত মামলায় এ রায় দেওয়া হয়।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জাকির হোসেন নোয়াখালীর হাতিয়া থানার পণ্ডিত গ্রামের মৃত মোবাশ্বের আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ লাইনের হাবিলদার মো. ইদ্রিস মিয়া ২০০৬ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রামে ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারান।

পরদিন (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মো. ইদ্রিস মিয়ার মরদেহ চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বিসিক এলাকার গাছতলা রোড থেকে উদ্ধার করা করে চান্দগাঁও থানা পুলিশ।

এ ঘটনায় চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কে এম পেয়ার আহমেদ বাদী হয়ে মামলা করেন। পরে জাকেরকে পুলিশ গ্রেপ্তার করলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোমবার রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, পুলিশ হত্যা মামলায় জাকের হোসেন নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় আদালতে আটজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলেও অন্য সাতজনকে খালাস দিয়েছেন আদালত।

আইএমই/কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm