s alam cement
আক্রান্ত
৬৬৭৮৪
সুস্থ
৫১১০৭
মৃত্যু
৭৯০

চবিতে আর্জেন্টিনার জয় উদযাপন হল দুস্থদের খাবার বিলিয়ে

0

কোপা আমেরিকায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শতাধিক দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী নামের ফেসবুক ভিত্তিক একটি সংগঠন।

সোমবার (১২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বরে সংগঠনের প্রধান এডমিন ও শাখা ছাত্রলীগের সাবেক উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক সায়ন দাশ গুপ্তের নেতৃত্বে এই খাবার বিতরণ করা হয়।

এ বিষয়ে সায়ন দাশ গুপ্ত বলেন, আর্জেন্টিনার শিরোপাজয়ী হওয়ায় আমরা মহামারি করোনার কবলে পড়ে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে— এরকম ১০০ জন লোকের মাঝে একবেলার খাবার বিতরণ করেছি। মূলত আর্জেন্টিনার শিরোপাজয়টা একটা উপলক্ষ মাত্র। আগামীতে আমরা আরও ভালো কাজের মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়াবো।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মমিনুল ইসলাম মোহন, ইখলাস উদ্দীন শুভরাজ, ইয়াসিন রুবেল, অর্পন দাস,বিদ্যুতসহ বেশ কয়েকজন আর্জেন্টিনা সমর্থক।

এমআইটি/সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm