s alam cement
আক্রান্ত
৫১৪৯৯
সুস্থ
৩৭৪৯৪
মৃত্যু
৫৭৩

চসিক কার্যালয়ে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করলেন মেয়র রেজাউল

0

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) প্রধান কার্যালয়ের প্রবেশ মুখে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করলেন মেয়র সিটি মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টায় করোনা প্রতিরোধক এ বুথ উদ্বোধন করা হয়।

এ সময় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণকে সচেতন ও সুরক্ষিত রাখার লক্ষে নগরীর ৪১টি ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ স্থান রেল ও বাস স্টেশন, শপিংমল, ওয়ার্ড কার্যালয়ের সামনে এই করোনা প্রতিরোধক বুথ স্থাপন করে বিনামূল্যে সেবা প্রদান কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, করোনার নতুন ভারতীয় ধরণের সংক্রমণ আশঙ্কা-উদ্বেগ বাড়িয়েছে। তবে এতে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি সামাল দেয়ার উপায় অন্বেষণ করতে হবে।

এসময় প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দিন, কাউন্সিলর অধ্যাপক ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, আবুল হাসনাত বেলাল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর তসলিমা নূরজাহান রুবি ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, সাবেক ছাত্র নেতা শিবু প্রসাদ চৌধুরী, এসএম কুতুব উদ্দীন উপস্থিত ছিলেন।

বিএস/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm