দৈনিক পূূূর্বদেশের চিফ রিপোর্টার ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সবুর শুভর বড় ভাবি শাহিদা বেগম (৪৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)।
তিনি অসুস্থ হয়ে গত ১৪ মে থেকে চট্টগ্রাম নগরীর মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে গত বুধবার তিনি চলে যান না ফেরার দেশে।
ওইদিন বাঁশখালীর কালীপুরস্থ নিজ গ্রামে মরহুমার নামাজে জানাজা শেষে পার্শ্ববর্তী মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে ও স্বামীসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার একমাত্র ছেলে কালীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্পাদক আবদুল আউয়াল ইমন বর্তমানে মোজাম্বিক প্রবাসী
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদত আলমসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।