s alam cement
আক্রান্ত
৮১৯৫৯
সুস্থ
৫৫২০৮
মৃত্যু
৯৬২

চুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় টেক প্রতিযোগিতার নিবন্ধন শুরু

0

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আইইইই চুয়েট ডব্লিউআইই এফিনিটি গ্রুপের আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় টেক কম্পিটিশনের নিবন্ধন শুরু হয়েছে। ২৮ জুলাই থেকে ‘টেক স্পার্ক পাওয়ার্ড বাই গিগাটেক লিমিটেড’ শীর্ষক এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়।

শিক্ষার্থীদের টেক-ফিল্ডে সৃজনশীল কাজে উৎসাহিত করে তোলা এবং সেই সাথে গবেষণামূলক কাজে আগ্রহী করে তুলতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতাটি দুটি ক্যাটাগরিতে বিভক্ত— আর্টিকেল রাইটিং এবং প্রজেক্ট ভিডিও কনটেস্ট। আর্টিকেল রাইটিংয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এককভাবে এবং প্রজেক্ট ভিডিও কনটেস্টে দলগতভাবে অংশ নিতে পারবে।

আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে প্রতিযোগীকে রাইটিং স্ট্রাকচার অর্থাৎ নির্দিষ্ট বিষয়বস্তু দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে কোনো টিম গঠন করা যাবে না।

আয়োজকরা জানান, প্রজেক্ট ভিডিও কনটেস্টে একজন প্রতিযোগিকে ফাইনালে যেতে হলে দুটি ধাপ অতিক্রম করতে হবে। প্রিলিমিনারি রাউন্ড এবং সেমিফাইনাল রাউন্ড।

প্রিলিমিনারি রাউন্ডের জন্য ৩০০ শব্দের সারাংশ জমা দিতে হবে। সেমিফাইনালে সিলেক্টেড টিমের ভিডিও সাবমিট করতে হবে এবং ফাইনালে সেমিফাইনাল রাউন্ডের বিজয়ীরা অনলাইন প্লাটফর্মে বিচারকদের সামনে প্রেজেন্টেশন দিতে হবে।

Din Mohammed Convention Hall

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত।

স্পন্সর হিসেবে রয়েছে দেশের বৃহত্তম প্রাইভেট সেক্টর গ্রুপ গিগাটেক। ই-লার্নিং পার্টনার হিসেবে থাকছে বহুব্রীহি এবং ইন্টারেক্টিভ কেয়ারস এবং টেকনিক্যাল পার্টনার আইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm