চোখের সামনেই মৃত্যুর কোলে স্ত্রী—কন্যা, প্রাণে বাঁচলো আরমান
সিএনজি অটোরিকশাকে ঘাতক ট্রাকের ধাক্কা, নিহত ৩
বাঁশখালীতে ঘাতক ট্রাকের ধাক্কায় সড়কেই ঝড়লো তিন প্রাণ। চোখের সামনেই মৃত্যুর মুখে চলে গেল প্রিয়তমা স্ত্রী ও প্রাণপ্রিয় কন্যা। উপজেলার ২নং সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও গ্রামের দমদমদিঘির পাড় এলাকায় সোমবার (১০ মে) বেলা ১২টায় এ দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মা-মেয়েসহ তিনজন।
আমাদের বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালী প্রধান সড়কে সিএনজি অটোরিক্সার পিছনে ট্রাকের ধাক্কায় অটোরিক্সার যাত্রী মা-মেয়েসহ ৩জন মারা যান এবং গুরুতর আহত হয়েছেন ২জন। আহতদের অজ্ঞান অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত একজন হচ্ছেন, বান্দরবান সদর উপজেলার বাইশারী এলাকার মো. হাশেমের ছেলে আব্দুর রহিম। আহত একজন হচ্ছেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার জনৈক আরমান। নিহত বাকি দুইজন আরমানের স্ত্রী ও মেয়ে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। এ ঘটনায় আরমান আহত হলেও বেঁচে আছেন।
আরমান ও অন্য এক অজ্ঞাত ব্যক্তি চট্টগ্রাম মেডিকেলে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন আছে। গুরুতর আহত অবস্থায় গাড়ি যোগে মেডিকেলে নিয়ে যাবার সময় আরমান ও মহিলা দুইজন তার স্ত্রী ও মেয়ে বলে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর বিশেষ কিছু বলতে পারেনি। হতাহত সবার বাড়ি বাঁশখালীর বাইরে হওয়ায় সবার নাম থানা পুলিশও তাৎক্ষণিক বের করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘এস আলম সিমেন্ট লিখা খালি ট্রাক (চট্টমেট্রো –ট- ১১ ৬৫১৭) ও সিএনজি অটোরিক্সাটি বাঁশখালী হয়ে চট্টগ্রাম মহানগরীতে যাচ্ছিল। দুইটি গাড়ি দ্রুত গতিতে চলমান অবস্থায় প্রধান সড়কের বৈলগাঁও দমদম দিঘী এলাকায় পৌঁছলে ট্রাকটি সাইড নিতে গিয়ে সিএনজি অটোরিক্সাকে সজোরে পিছনে ধাক্কা দেয়। ওই অবস্থায় সিএনজি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পূর্বপাশে খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ২নং ওয়ার্ডের মেম্বার এম ফেরদৌস হক চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি সিমেন্ট বোঝাই ট্রাক (চট্টমেট্রো ট-১১ ৬৫১৭) সিএনজিটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সিএনজিটি পাশের জমিতে ছিটকে পড়ে। ঘাতক ট্রাকটির চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। স্থানীয়দের সসহযোগিতায় গুরতর আহত আরও দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।
দুর্ঘটনার পর বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবির বলেন, ‘ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতদের পরিচয় জানতে বিভিন্ন থানার সহযোগিতা নেয়া হচ্ছে। ৩টি লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতরা চমেকে চিকিৎসাধীন আছে।’
তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় সংঘর্ষে আরও দুই যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটার পরপরই সড়ক অবরোধ ছিলো। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বিএস/কেএস