s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

চোরাই গরুসহ তিন চোর জনতার হাতে ধরা

0

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশায় করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসির সহায়তায় ৩ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় চুরি করা একটি গরু উদ্ধার ও চোরাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ গুচ্ছগ্রামের ফুতামুরা মাজারের পাশে এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলো-পটিয়া উপজেলার নলান্দা কোলাগাঁওয়ের বশির আলমের পুত্র রাশেদুল আলম, একই উপজেলার ভাটিখাইনের চিত্ত রঞ্জনদের পুত্র বাবুল দে ও বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী গোয়াজ তালুকদার বাড়ির মো. ইউনুছের পুত্র মো. ইলিয়াছ।

প্রত‍্যক্ষদর্শী এলাকাবাসী ও গরুর মালিক অংসাচিং মার্মার সাথে কথা বলে জানা যায়, উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ গুচ্ছগ্রামের পাশে তার একটি গরুর খামার রয়েছে। বৃহস্পতিবার রাতে ওই খামার হতে ৩ যুবক সিএনজি অটোরিকশা করে একটি গরু চুরি করে নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে লোকজন নিয়ে তাদের আটকানো হয়। এরপর বোয়ালখালী থানা পুলিশের মোবাইল টিম চোরাই গরু ও ৩ যুবকসহ চোরাই কাজে ব‍্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করে।

এ ঘটনায় খামারের মালিক রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটার বাসিন্দা অংসাচিং মার্মা বাদি হয়ে এ ৩ যুবক সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাদের জেল হাজতে পাঠায়।

Din Mohammed Convention Hall

এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম বলেন, গরু চোরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করে করা হয়েছে।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm