s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

মেলায় যাওয়ার পথে মাইক্রোবাস চাপায় প্রাণ গেল ত্রিপুরা নারীর

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় মংকরই ত্রিপুরা (৪০) নামে এক ত্রিপুরা নারী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।

শুক্রবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের সোনাইছড়ি বাজারের পাশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মংকরই ত্রিপুরা বারো আউলিয়ার ফুলতলা এলাকার পদ্ম ত্রিপুরার স্ত্রী।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই বাবুল মিয়া জানান, কয়েকজনের সঙ্গে মংকরই ত্রিপুরা সীতাকুণ্ডের শিব চতুর্দশী মেলায় যাওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ঢাকামুখী একটি মাইক্রো বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm