s alam cement
আক্রান্ত
৩৫১০৮
সুস্থ
৩২২৫০
মৃত্যু
৩৭১

ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহতের ঘটনায় মামলা

0

চট্টগ্রামের পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের পানওয়ালা পাড়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা আবুল কালাম নিহতের দুইদিন পর পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী ফাতেমা বেগম। এতে ৫-৭ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে মামলা রেকর্ডভুক্ত হয়েছে বলে পটিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে। তবে গ্রেপ্তারের স্বার্থে আসামিদের নাম গোপন রেখেছে পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, কুসুমপুরা ইউনিয়নের পানওয়ালা পাড়ায় ছুরিকাঘাতে আবুল কালাম নিহতের ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদি হয়ে ৫-৭ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। তবে আসামিদের গ্রেপ্তারের সুবিধার্থে নাম প্রকাশ করতে পারছি না।

প্রসঙ্গত, ১০ মার্চ পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পানওয়ালা পাড়ায় বসতভিটা নিয়ে পূর্বের বিরোধের জেরে চলাচলের রাস্তায় নিহত পান বিক্রেতা আবুল কালামের একটা পানের ঝুড়ি রাখার বিষয়কে কেন্দ্র করে তার আপন বড়ভাই আবু মুছা ও তার ছেলে সৌরভের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা সৌরভ চাচা আবুল কালামের বুকে পিটে ছুরিকাঘাত করে। এসময় তার স্ত্রী ফাতেমা বেগম বাধা দিতে আসলে তাকেও ছুরিকাঘাত করে আবু মুছার পুরো পরিবার পালিয়ে যায়। এসময় গুরতর আহত অবস্থায় তাদের (স্বামী-স্ত্রী) কে প্রতিবেশীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আবুল কালামকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm