s alam cement
আক্রান্ত
৪০২৮৩
সুস্থ
৩৪০৭৯
মৃত্যু
৩৮৮

ছেলের দা’র কোপে প্রাণ হারালেন মা

0

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে সৎ ছেলের দা’র কোপে সৎ মা নিহত হয়েছেন।

নিহতের আনোয়ারা বেগম উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিনমারা গ্রামের লম্বা হোসেনের দ্বিতীয় স্ত্রী। ঘাতক সৎ ছেলের নাম আলমগীর (২৫) লম্বা হোসেনের প্রথম স্ত্রীর সন্তান।

শুক্রবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার হরিণমারা গ্রামের আমিন পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিনমারা গ্রামের লম্বা হোসেনের দুই স্ত্রী। তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শুক্রবার কথা কাটাকাটির এ পর্যাযে লম্বা হোসেনের বড় স্ত্রীর সন্তান আলমগীর তার সৎ মা লম্বা হোসেনের দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে মাথায় দা’র কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক আলমগীর ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

Din Mohammed Convention Hall

এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm