s alam cement
আক্রান্ত
৪৫৭০৮
সুস্থ
৩৪৯৫২
মৃত্যু
৪৩৭

ছেলের দায়ের কোপে বৃদ্ধ বাবা মৃত্যুশয্যায়

0

চট্টগ্রামের হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নে ইফতারের সময় বৃদ্ধ বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেছে ছেলে।

পারিবারিক কলহের জেরে শুক্রবার (১৬ এপ্রিল) নতুনপাড়া মৌলভি আকমলের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতের নাম মো. কামাল (৮০)। অভিযুক্ত ছেলের নাম মো. শফিউল।

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ছেলে মো. শফিউলের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলছিল বৃদ্ধ বাবা কামালের। বিভিন্ন সময় শফিউল তার বাবাকে মারধর করে আসছে। এ নিয়ে সামাজিকভাবে বিচার সালিশও হয়। এরপরেও শফিউল বাবাকে মারধর করে প্রায় সময়। আজ (শুক্রবার) ইফতারে সময় পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শফিউল দা দিয়ে বৃদ্ধ বাবাকে কুপিয়ে গুরুতর জখম করে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত মো. আলাউদ্দিন বলেন, হাটহাজারীর নতুনপাড়া এলাকা থেকে দায়ের কোপে গুরুতর আহত এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। তাকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে জখম রয়েছে। চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

Din Mohammed Convention Hall

সিএম/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm