s alam cement
আক্রান্ত
৫১৪৯৯
সুস্থ
৩৭৪৯৪
মৃত্যু
৫৭৩

জনি হত্যা মামলায় র‌্যাবের জালে এক আসামি ধরা

0

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার মোস্তফা হাকীম বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর জনি হত্যা মামলার এজহারভুক্ত আসামি সাজ্জাদ (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সে পটিয়া থানার কলাতলী ইউনিয়নের মো. হোসেনের ছেলে।

সোমবার (১৭ মে) বিকেল ৩টায় তাকে আটক করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭’র সহকারী পরিচালক মিডিয়া মো. নুরুল আবছার।

নগরীর হালিশহর থানার হালিশহর হাউজিং এলাকায় চাঞ্চল্যকর মো. জনি হত্যার ঘটনায় জনির পিতা মো. নূর আলম বাদি হয়ে ৬ মে হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অভিযোগের পর বিষয়টি নিয়ে র‌্যাব-৭ ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নগরীর আকবরশাহ থানার মোস্তফা হাকীম বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসামি সাজ্জাদকে আটক করে র‌্যাব। আটকের পর তাকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিএম/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm