‘বাপি, ঈদে আপনার দেওয়া লাল জামাটা পরেছি। এই ঈদে এটাই আমার সবচেয়ে প্রিয় জামা’—চোখে-মুখে নির্মল আনন্দ নিয়ে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার (সিএমপি) কৃষ্ণ পদ রায়কে কথাগুলো বলছিলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘উপলব্ধি’র শিশুরা।
‘উপলব্ধি’র কন্যাশিশুদের কাছে ছুটে গিয়েছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। সেদিন তিনি কথা দিয়েছিলেন, একবারের জন্য হলেও ঈদের দিন তিনি আসবেন। শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতরের দিন দুপুরে নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজারের ছুটে যান সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। সঙ্গে নিয়ে যান কেক।
সিএমপি কমিশনারকে বরণ করতে তারা সেজেছিল হলুদ আর লালে। এই পোশাকটিই পুলিশ কমিশনারের কাছ থেকে তারা উপহার পেয়েছে। শিশুদের কেউ ‘কমিশনার স্যার’ আবার কেউ ‘বাপি’ ডেকে নিজেদের খুশির কথা জানাচ্ছিল তারা।
এই সময় সেখানে সিএমপির পক্ষে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এমএ মাসুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ।