ডেঙ্গুতে তরুণীর মৃত্যু চট্টগ্রামে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৬

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মুক্তা আখতার নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ২১ জন। এছাড়াও নতুন করে আরও ৬৬ জন আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে , ডেঙ্গু উপসর্গ নিয়ে মুক্তা আখতার (২৫) গত ১০ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

s alam president – mobile

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৬৬ জন ভর্তি হয়েছে।

এনিয়ে শুধুমাত্র চলতি জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৪ জন।  

আরএ/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!