গলায় তার প্যাঁচানো শ্রমিকের লাশ উদ্ধার সীতাকুণ্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় মো. নুরুন নবী (৫২) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে সাঙ্গু-অক্সিজেন সড়ক এলাকায় পোড়া তেলের ডিপো থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুরুন নবী ফেনীর সোনাগাজী উপজেলার বক্তামুন্সি সমাপুর গ্রামের বজলুল রহমানের ছেলে।

s alam president – mobile

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সূত্রে জানা গেছে,
নুরুন নবী ওই এলাকায় ওসমান নামে এক ব্যক্তির পোড়া তেলের ডিপোতে কাজ করতেন। সেখানে স্ক্র্যাপ জাহাজ থেকে পোড়া তেল সংগ্রহ করে বিক্রি করা হতো। সেখানে একটি কক্ষে থাকতেন তিনি। লাশ উদ্ধারের সময় গলায় বৈদ্যুতিক তার প্যাঁচানো পাওয়া যায় এবং মাথায় আঘাতের চিহ্নও ছিলো। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়।

আরএ/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!