চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী ওপর হামলার ঘটনায় মূল আসামি মো. শাখাওয়াতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ জুলাই) তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে নোয়াখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাখাওয়াত (১৯) নোয়াখালী জেলার সূবর্ণচর থানার ৪ নম্বর চর ওয়াপদা ইউনিয়নের চরওয়াপদা এলাকার বাসিন্দা।
মামলার তদন্ত কর্মকর্তা ও মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, ‘খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীর ওপর হামলার ঘটনায় গত ১৪ জুলাই মো. শাখাওয়াতকে প্রধান করে অজ্ঞাত দু’জন সহ চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরপরই অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে মো. শাখাওয়াতকে নোয়াখালী এলাকা থেকে হাতিয়া থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাখাওয়াত ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার অধিকতর তদন্তের জন্য আসামির পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।
এর আগে গত ১০ জুলাই রাত ১২টায় খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদ ইকবাল চৌধুরীকে (৫৩) খৈয়াছড়া ঝরনা এলাকায় তার বাগান বাড়িতে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এতে তার মাথায়, গলায়, চোখে ও পায়ে মারাত্মক জখম হয়।
ডিজে