দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় টিআই বরখাস্ত, সার্জেন্ট ক্লোজ—ফটিকছড়ি থানায় মামলা
চট্টগ্রামের ফটিকছড়িতে পিকআপ উল্টে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জীবন চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় সার্জেন্ট আল আমিনকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়। এছাড়া ফটিকছড়ি থানায় জীপ চালককে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সকালে ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করেন নিহত মিশু আক্তারের চাচা মোহাম্মদ আইয়ুব।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, ‘থানায় মামলা হয়েছে। জীপ ড্রাইভারকে আসামী করা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।’
এর আগে গত বুধবার দুপুরে ফটিকছড়িতে পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুল ছাত্রী নিহত হয়েছেন। উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফেলাগাজী দিঘী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিশু আকতার (১৬) দক্ষিন পাইন্দং মোল্লার বাড়ির আবুল বশরের কন্যা। নিহত নিশা মনি (১৮) একই এলাকার মোহাম্মদ লোকমানের কন্যা। তারা দুজনই হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধানবাহী একটি জীপটিকে পুলিশের টিআই ও সার্জেন্ট ধাওয়া করলে জীপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই স্কুল ছাত্রীকে চাপা দেয় জীপটি। ফায়ারসার্ভিস ও স্থানীয়রা গাড়ির নিচে থেকে উদ্ধার করে তাদের নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনায় জড়িত থাকায় চট্টগ্রাম জেলা হাইওয়ে পুলিশের টিআই নিখীল জীবন চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সার্জেন্ট আল আমিনকে ক্লোজ করা হয়েছে পুলিশ লাইনে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশীদুল হক।
এদিকে বুধবার রাত ৮টায় নিহত মিশু আক্তারের দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটায় জানাজা হবে নিশা মনির। এরপর তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
এএস/এমএফও