মহামারী করোনার ছোবলে চট্টগ্রামে একদিন আগেই মৃত্যু হয়েছিল ১৮ জনের। গত ২৪ ঘণ্টায়ও পরিবর্তন হয়নি প্রাণঘাতি করোনার। এদিন একজন কমে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। যাদের ১০ জনই উপজেলার বাসিন্দা। এর মধ্যে রাঙ্গুনিয়া ও রাউজানের রয়েছে ৩ জন করে। একই সময়ে নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৯১৫ জনের শরীরে। আগেরদিন এই সংখ্যা ছিল হাজারের ওপরে।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনারোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৪৩৬ জনে। যাদের মধ্যে ৫৮ হাজার ৯৬৪ জন নগরের বাকি ১৯ হাজার ৪৭২ জন বিভিন্ন উপজেলার। আক্রান্ত রোগীদের মধ্যে করোনা কেড়ে নিয়েছে ৯৩২ জনের প্রাণ। যাদের মধ্যে ৫৬১ জন নগরের এবং ৩৭১ জন বিভিন্ন উপজেলার।
বুধবার (২৮ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়েছে, নগরীর আটটি ল্যাব ও এন্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন করে ৯১৫ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।
নতুন শনাক্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরে রয়েছে ৬৪১ জন এবং ১৪ উপজেলায় ২৭৪ জন। উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার ১৯ জন, সাতকানিয়ার ১২ জন, বাঁশখালীর ১৮ জন, আনোয়ারার তিন জন, পটিয়ার ৩৮ জন, বোয়ালখালীর ৪৪ জন, রাঙ্গুনিয়ার এক জন, রাউজানের ৪৭ জন, ফটিকছড়ির ৩২ জন, হাটহাজারীর তিন জন, সীতাকুণ্ডের ২৮ জন, মিরসরাইয়ের সাত জন ও সন্দ্বীপের ২২ জন রয়েছেন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০১ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম নগরের ৭৪ ও উপজেলার ১০ জন জীবাণুবাহক পাওয়া গেছে। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে (বিআইটিআইডি) ৮৬৮ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম নগরের ১২৫ ও উপজেলার ৫১ জন জীবাণুবাহক পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯৯ জনের নমুনা পরীক্ষা করা হলে নগরের ৭৭ জন ও উপজেলার ১০ জনের শরীরে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আরটিআরএল টেস্টে ৪৮টি পরীক্ষায় ৩০ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে ২৭ জন নগরের এবং ৩ জন উপজেলার।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় কারও নমুনা পরীক্ষা করা হয়নি।
অন্যদিকে ৭৯৭টি এন্টিজেন টেস্টে মহানগরের ১০১ জন ও উপজেলার ১৭১ জন মিলিয়ে মোট ২৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এদিকে বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৪৭টি নমুনায় চট্টগ্রাম নগরের ৯৩ ও উপজেলার ৪ জনের শরীরে করোনা চিহ্নিত হয়েছে। বেসরকারি শেভরন ল্যাবে ২৫৭টি নমুনার মধ্যে উপজেলার ১১টিসহ ১০০টি নমুনার ফলাফল পজিটিভ আসে। আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৫৭টি নমুনায় চট্টগ্রাম নগরের ২৪ ও উপজেলার ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এছাড়া বেসরকারি মেডিকেল সেন্টার হাসপাতালে ৬০টি নমুনায় চট্টগ্রাম নগরের ৩১ ও উপজেলার১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ইপিক হেলথ কেয়ারে গত ২৪ ঘণ্টায় কারও নমুনা পরীক্ষা করা হয়নি।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫৮টি নমুনার মধ্যে উপজেলার ৮টি নমুনার ফলাফল পজিটিভ এসেছে।
এমএহক