‘দোষীদের কঠোর শাস্তি চাই’—আহত সাংবাদিকদের দেখতে চমেকে এনসিপি নেতা আরিফ

চট্টগ্রামের সীতাকুণ্ডে হামলায় আহত সাংবাদিক হোসাইন আহমদ জিয়াদ ও ক্যামেরা পার্সন পারভেজ হোসেনকে হাসপাতালে দেখতে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা জোবাইরুল হাসান আরিফ।

রোববার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নিয়ে তিনি বলেন, সাংবাদিকদের ওপর এমন নৃশংস হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা এবং দোষীদের শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা বাড়তে থাকবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ অবিলম্বে এই হামলায় জড়িত দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দুই সাংবাদিক—এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরা পার্সন পারভেজ হোসেন।

রোববার (৫ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন দুই সাংবাদিক— এখন টিভির চট্টগ্রাম ব্যুরোর প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজ। সকালে লোহারপুল এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা এ হামলায় চালায় বলে অভিযোগ।
আহত দুই সাংবাদিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ও মানব্যাগও ছিনতাই করে নিয়ে যায়; ভাংচুর করে ক্যামেরা। সাংবাদিক জিয়াদ মাথায় ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ksrm