এডিডাস-নাইকির নকল জুতা তৈরি হচ্ছিল সাতকানিয়ার কারখানায়

ব্র্যান্ডের নামে নকল জুতার ব্যবসা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় নকল আন্তর্জাতিক ব্র্যান্ডের জুতা উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ‘লোটাস ফুটওয়্যার লিমিটেড’ নামের ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫০ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

ফাহমিদা খানম চৌধুরী নামের এক নারী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলে জানা গেছে।

নকল ব্র্যান্ডের জুতা বানানোর অভিযোগ

উপজেলা প্রশাসন জানায়, লোটাস ফুটওয়্যার লিমিটেড নামের প্রতিষ্ঠানটি এওচিয়ার পাহাড়ি এলাকায় অবস্থিত। কারখানাটিতে এডিডাস, নাইকি, বাটা সহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের নামে জুতা তৈরি করা হতো। এসব জুতা নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করে স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছিল। এতে একদিকে ভোক্তারা প্রতারিত হচ্ছিলেন, অন্যদিকে প্রকৃত ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্ণ হচ্ছিল।

ইউএনওর বক্তব্য

অভিযান শেষে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘এসব জুতার মান ছিল নিম্নমানের। আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। এ ধরনের কাজ শুধু গ্রাহকদের ক্ষতিগ্রস্ত করছে না, বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাও নষ্ট করছে। তাই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।’

কারখানা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

এদিকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা জসীম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা কিছু স্যাম্পল তৈরি করেছিলাম। ইউএনও সেই স্যাম্পল দেখে জরিমানা করেছেন। যেহেতু প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা চাইছিলেন, তাই আমরা তা পরিশোধ করেছি।’

নজরদারির দাবি

সাতকানিয়া উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের নকল শিল্পকারখানা নতুন নয়। প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানো হলে গ্রাহকদের প্রতারণা থেকে রক্ষা করা সম্ভব হবে। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে যৌথভাবে তদারকি করার আহ্বান জানানো হয়েছে।

ksrm