সাতকানিয়ায় পুলিশ পিটিয়ে মাতাল যুবককে ছিনতাই, পূজামণ্ডপে ঝামেলা পাকানোর চেষ্টা

চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নে পূজামণ্ডপের কাছে পুলিশের হাতে আটক এক যুবককে ছিনিয়ে নিতে হামলা চালিয়েছে তার সহযোগীরা। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। অভিযুক্ত যুবক সাকিবুল ইসলাম জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাবেক আমির শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।

অভিযুক্ত মাতাল যুবক সাকিবুল ইসলাম জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাবেক আমির শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।
অভিযুক্ত মাতাল যুবক সাকিবুল ইসলাম জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের সাবেক আমির শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।

বুধবার (১ অক্টোবর) রাতে এওচিয়ার শান্তির টেক এলাকার আমতল সংলগ্ন পূজামণ্ডপের সামনে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম সাকিবুল ইসলাম (২৫)। তিনি একই ইউনিয়নের মো. নাছির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মদ্যপ অবস্থায় সাকিবুলসহ ১০–১২ জন যুবক পূজামণ্ডপ এলাকায় প্রবেশ করে এক হিন্দু কিশোরকে খুঁজতে থাকে। পূজামণ্ডপে দায়িত্বে থাকা আনসার ও গ্রাম পুলিশ পরিস্থিতি উত্তপ্ত হতে পারে আশঙ্কায় থানায় খবর দেন। এরপর উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন পাটোয়ারীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাকিবুলকে মদ্যপ অবস্থায় আটক করে।

এর কিছুক্ষণ পর তার সহযোগীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায় এবং সাকিবুলকে ছিনিয়ে নেয়। এতে এসআই আনোয়ারসহ কয়েকজন পুলিশ কনস্টেবল আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য ঘটনাস্থলে গেলেও হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর থেকে সাকিবুল আত্মগোপনে রয়েছে। পুলিশ ও সেনা সদস্যরা তার বাড়ি ও আশপাশের এলাকায় একাধিকবার অভিযান চালালেও তাকে ধরা সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়।

উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে মদ্যপ অবস্থায় সাকিব নামে এক যুবককে আটক করি। কিন্তু তার সহযোগীরা হঠাৎ আক্রমণ চালালে পূজামণ্ডপের নিরাপত্তার কথা ভেবে আমরা সংযম দেখাই। তাই তাকে থানায় নিতে পারিনি। আমি ও কয়েকজন কনস্টেবল সামান্য আঘাত পেয়েছি।’

সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, ‘থানা থেকে খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলেও অভিযুক্তরা পালিয়ে যায়। পরে সেনা ও পুলিশ যৌথ অভিযান চালালেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।’

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ksrm