চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় গাড়ির ব্যাটারির চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ হান্নান (২৭) নামে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গা থানার মাইজপাড়া কন্ট্রোল মোড় মাবুদ কলোনীতে এ ঘটনা ঘটে।
পতেঙ্গা থানার এসআই মো. সফিক এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোলা জেলার দৌলতখান থানার ছোটদলি গ্রামের মৃত আবুল কালামের পুত্র নিহত মোহাম্মদ হান্নান। তিনি মাইজপাড়া কন্ট্রোল মোড় মাবুদ কলোনীতে গ্যারেজের পাশে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। নিহতের স্ত্রীসহ দুই মেয়ে রয়েছে। প্রায় ১০ বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন।
পতেঙ্গা থানার ওসি জোবাইর সৈয়দ বলেন, ‘মাইজপাড়া মাবুদ কলোনী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহটি পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্যারেজের মালিক মাবুদকে আটক করা হয়েছে।’
মুআ/এমএফও