পটিয়ায় কলেজছাত্রকে ছুরিকাঘাত, দুই ‘কিশোর গ্যাং’ সদস্যকে পুলিশে দিলো ছাত্ররা

ছাড়িয়ে নিতে বিএনপি নেতাকর্মীদের ‘তদবির’

চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোবাশ্বের হোসেন নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে পুলিশের হাতে তুলে দেয় উপস্থিত ছাত্ররা। তবে অভিযুক্ত দুইজনকে ছাড়িয়ে নিতে থানায় স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী তদবির করছেন বলে জানা গেছে।

শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দু’জন হলেন—ব্যানেট তানজিম (২০) ও ডিএক্স ইকবাল (২০)। তারা দুইজনে এলাকায় দুটি কিশোর গ্যাং গ্রুপ নিয়ন্ত্রণ করেন। একইসঙ্গে তারা ছাত্রলীগকর্মী বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

মোবাশ্বের (১৮) পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কামাল মেম্বারের ছেলে এবং এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহত মোবাশ্বেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন।

আহত মোবাশ্বের হোসেনের সহপাঠী তবিব বলেন, পটিয়ার কিশোর গ্যাং ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ব্যানেট তানজিম ও ডিএক্স ইকবাল তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে মোবাশ্বেরকে ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারে আশপাশে থাকা তার সহপাঠীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। তখন উপস্থিত ছাত্ররা দু’জনকে আটক করে পটিয়া থানা পুলিশের হাতে তুলে দেয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, পটিয়া স্কুল মাঠে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় অভিযুক্ত দুই কিশোর গ্যাং সদস্যকে ছাত্ররা পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দুই কিশোর গ্যাং সদস্যকে থানা থেকে ছাড়াতে তৎপর হয়ে উঠেছে বিএনপির একটি গ্রুপ। বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী থানায় গিয়েছেন তাদের ছাড়িয়ে নিতে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm